নবীনগরে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত।
===========================ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ=========
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইম সরকার নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেলের চালক শিশুটির বাবা সালাউদ্দিন সরকার গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মার্চ) সকালে পৌরসভার নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার সাতমোড়া ইউনিয়নের বাউচাইল গ্রামের সালাউদ্দিন সরকারের ছোট ছেলে।
সে ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার বাবা ওই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। স্থানীয়রা জানায়, সকালে স্কুল যাওয়ার পথে বালুবাহী ট্রাক্টরটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শিশু সাইম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় বাবা সালাউদ্দিন সরকার।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটির মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে।
ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরসহ চালক শাহ আলমকে আটক করা করেছে।