মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি মুক্তিযুদ্ধের চেতনা টিভি, সিরাজগঞ্জ শাহজাদপুরে আবাদি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কেটে বিক্রিয়
কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে সিরাজগঞ্জের শাহজাদপুরে আবাদি জমি ধ্বংস করে মাটি কেটে ইট ভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে আজিম ও ফরিদের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের আঙ্গারু গ্রামে নদীর পাশে দিন এবং রাতে দেদারসে বেকু এবং কোদাল দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
এতে ধ্বংস হয়ে যাচ্ছে আবাদী জমি, সেইসাথে খাদ্য ঘাটতি দেখা দেওয়ার সম্ভানাও রয়েছে । অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে এর সাথে যুক্ত কয়েকজন।
জানাগেছে, আঙ্গারু গ্রামের ফরিদ ও আজিমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ধলাই নদীর পাশের আবাদি জমি থেকে অবৈধভাবে কোদাল এবং বেকু দিয়ে দিন রাত মিলে দেদারসে মাটি কেটে ইট ভাটা সহ বিভিন্ন পয়েন্টে মাটি বিক্রি করে আসছে। তারা প্রভাশালী হওয়ায় তাদের বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে সাহস পায় না এলাকাবাসী।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা মাটি কাটতে নিষেধ করে আসলেও তার নিষেধের কোনরকম তোয়াক্কা না করে আবার মাটি কাটা শুরু করেছে এ প্রভাবশালী মাটি খেকো মহল।
দ্রুত এ মাটি কাটা চক্রর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এব্যাপারে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মাহবুবুর আলম বলেন, আমি সরাসরি ওখানে গিয়ে মাটি কাটতে নিষেধ করে এসেছি। এরপরেও যদি মাটি কাটে তাহলে ব্যাবস্থা নেওয়া হবে।