বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে গড়ে তুলেছেন শেখ হাসিনা’।
=============================ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ ========
ব্রাহ্মণবাড়িয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে গড়ে তুলেছেন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, শেখ হাসিনার কারণে আপনারা শান্তিতে আছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। কসবা উপজেলার সব জনপ্রতিনিধির সঙ্গে ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে তাদের অধিকার শিখিয়েছেন।
তা নাহলে এ দেশের মানুষ অধিকার সম্পর্কে জানত না।
বঙ্গবন্ধু সবসময় নিয়মতান্ত্রিক রাজনৈতিক করতেন। কখনও নিয়মের বাইরে রাজনীতি করতেন না।তিনি সহিংস রাজনীতি করতেন না, মানুষ হত্যায় বিশ্বাসী ছিলেন না।
তিনি বিশ্বাসী ছিলেন গণতন্ত্রের। সেই গণতন্ত্রের জন্য ০৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে তিনি ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।
স্বাধীনতা আদায় করতে কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই দিক নির্দেশনাও দেন।
তিনি বলেন, সারা বিশ্ব যখন ০৭ মার্চের ভাষণ শুনেছে, তখন তারা বুঝতে পেরেছে এই ভাষণ হবে একটি ঐতিহাসিক ভাষণ।
এই ভাষণ শুনে আমাদের চোখে পানি এসেছিল, এ ভাষণে আমরা স্বাধীনতা যুদ্ধে যাওয়ার উদ্বুদ্ধ হয়েছিলাম। ’
মতবিনিময় সভায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র
মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।