যশোরে উদযাপিত হয়েছে ৭ মার্চ দিবস।
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
“গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
মহামুক্তির মহিমায় ভাস্বর এই দিনটিকে উদ্যাপনের লক্ষ্যে আজ সকালে যশোর কালেক্টরেট ভবন সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।