মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি মুক্তিযুদ্ধের চেতনা টিভি, আজ ৮ই মার্চ সময়ের আলো পত্রিকার পাঁচ বছর প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে অভিজাত হোটেলে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব শফিকুল ইসলাম বুড়োপ্রধান সময়ের আলো রাজশাহী, অতিথিবৃন্দ আলহাজ্ব জাকিরুল ইসলাম মন্টু সহ-সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান বাগমারা রাজশাহী,
হুমায়ুন কবির,অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,, কামরুল্লাহ সরকার নাট্যজন বাংলাদেশ বাংলাদেশ গ্রীন থিয়েটার,,
আনিসুজ্জামান আনিস সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার দৈনিক ইত্তেফাক রাজশাহী, মহানগর হকার সমিতির সভাপতি,দুলাল উদ্দিন, রাজশাহী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন আবু বক্কর সিদ্দিক, এবং সাধারণ সম্পাদক নকির
উদ্দিন, রিমন রহমান নিজস্ব প্রতিবেদক আজকের পত্রিকা রাজশাহী, আমজাদ হোসেন শিমুল বুড়ো প্রধান,
শামসুল ইসলাম সভাপতি প্রেসক্লাব বরেন্দ্র প্রেসক্লাব, জামাল উদ্দিন, পি আর ও রাজশাহী, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মামুনুর রশিদ মামুন, বুড়ো প্রধান দৈনিক, মমিন ওহিদ হিরো আনন্দ
টিভি রাজশাহী, বক্তারা সবাই বলেন সময়ের আলো পত্রিকা সত্য অল ন্যায় প্রকাশের মাধ্যমে আলো ছড়িয়ে দিবে সকলের মাঝে।