যশোরের মেধাবি শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে যশোর জেলা প্রশাসন।
ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
দারিদ্র্যকে জয় করে সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীর নাম লিখিয়েছেন যশোরের অভয়নগর উপজেলার অদম্য মেধাবী রাজু সরদার৷
সম্প্রতি অর্থাভাবে রাজুর মেডিকেল কলেজে ভর্তি শঙ্কার মুখে পড়লে তার পাশে দাঁড়ায় জেলা প্রশাসন, যশোর।
অর্থকষ্টে কোন মেধাবী যেনো শিক্ষার সুযোগ বঞ্চিত না হয়, মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজুর
ভর্তি ফি-সহ পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেয় যশোর জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের মাধ্যমে এই সাহায্য প্রদান করা হয়।
আজ মেডিকেল ভর্তি প্রক্রিয়া শেষে সম্মানিত জেলা প্রশাসক,যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মহোদয়ের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন রাজু সরদার।
এসময় চিকিৎসক হিসেবে ভবিষ্যতে মানবসেবার মাধ্যমে রাষ্ট্রের প্রতি এই ঋণ পরিশোধের প্রত্যয় ব্যক্ত করেন রাজু।