পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত যশোর জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ১০মার্চ ২০২৪ তারিখ।
মো: ফিরোজ আহম্মেদ তালিব
সদর উপজেলা বিশেষ প্রতিনিধি, যশোর।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা আজ, ১০ মার্চ ২০২৪, জেলা প্রশাসকের কার্যালয়-এর সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।
সম্মানিত জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন জনাব কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, জনাব রাহাত খান, সহকারী কমিশনার
(ব্যবসা-বাণিজ্য) মহোদয়, জনাব মোঃ রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবং জেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিপণনের সঙ্গে জড়িত পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীগণ।
সভায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং দোকানসমূহে মূল্য তালিকা প্রদর্শনের ওপর জোর দেয়া হয়।
জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “ব্যবসায়ীদের নিপীড়ন বা ভয়ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যকে ভোক্তার জন্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।”