মুক্তিযুদ্ধের চেতনা টিভি, মানিকগঞ্জ প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মো:আজহার হোসেন।
সিংগাইরে তিন ফসলি কৃষি জমির মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না।১৪/০৩/২৪.মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন পত্রিকায় নিউজ করে ও তিন ফসলি কৃষি জমির মাটিকাটা বন্ধ করা যাচ্ছে না।
গত ১২/০৩/২০২৪ ইং তারিখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে চলছে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে গভীর ডোবা বানানোর হিড়িক,সিংগাইর উপজেলার চান্দর ইউনিয়নে চলছে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে গভীর ডোবা বানানোর প্রতিযোগিতা শিরোনামে নিউজ
প্রকাশিত হলে,সিংগাইর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে কোন অভিযান না থাকায়,১২/০৩/২০২৪,এবং ১৩/০৩/২০২৪ ইং তারিখ রাত হলেই আবার ও শুরু হয়ে যায়, সিংগাইর উপজেলার,চান্দহর ইউনিয়নের মাঝ বিলের চকে
রিফাইতপুর মৌজায় সরকারি আইন অমান্য করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তিন ফসলী কৃষি জমির মাটি কাটার হিড়িক /প্রতিযোগিতা।জানা যায় নিষিদ্ধ এক্সাভেটর ( ভেকু) দিয়ে তিন ফসলী কৃষি জমির মাটি কেটে গভীর খাদ করার প্রতিযোগিতায় নেমেছেন, মাটি ব্যবসায়ী, মালেক সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন মাটি ব্যবসায়ী ।
তিন ফসলী কৃষিজমির মাটি কাটা ফলে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০৪১ সালের ভিশন এবং মিশন বাস্তবায়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন মাটি ব্যবসায়ীরা।এছাড়া চান্দহর ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট দিয়ে ২৫ থেকে ৩০ টি দশ চাকার অবৈধ ড্রাম ট্রাক দিয়ে মাটি পাচারের ফলে, গ্রামীণ রাস্তাঘাট ভেংগে সরকারের কোটি কোটি টাকা অপচয়
হচ্ছে।তিন ফসলি কৃষি জমির মাটি যেখানে কাটছেন, তার পাশেই ইরিগেশনের প্রজেক্ট চলছে, ইরিগেশনের প্রজেক্ট মালিক, ইরিগেশনের কৃষক কৃষাণীরা বলেন, তিন ফসলী কৃষিজমির মাটি কাটার ফলে, রোপনকৃত ইরিগেশনের জমিতে সারযুক্ত পানি চলে যাচ্ছে গভীর ডোবায়, যার ফলে ইরিগেশন এর মালিক ও কৃষক কৃষাণীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।কিন্তু ভয়ে মুখ খুলতে ও প্রশাসনের নিকট অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না। সাংবাদিকরা নিউজ করে নিরাপত্তাহীনতায়,ও বিভিন্ন অপপ্রচারের শিকার হচ্ছেন।শুধু তাই নয় তিন ফসলী কৃষি জমির মাটি কাটার নিউজ করার ফলে,মাটি ব্যবসায়ীরা যে কোনো সময় , সুযোগ পেলেই তিন ফসলী কৃষিজমির মাটি কাটার নিউজ সংশ্লিষ্ট সাংবাদিকদের হত্যা করে, লাস গুম করে ফেলবে বলে জানা যায় ।
এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মালেক কে ফোন করলে ফোনে পাওয়া যায়না। চান্দহর ইউনিয়ন ভূমি সহকারী এ কে এম আব্দুস সালাম বলেন, আমি দিনে গিয়েছিলাম,এসিল্যান্ড স্যার রাতে গিয়ে কি ব্যাবস্হা নিয়েছে জানতে পারি নাই।