মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত।
মুক্তিযুদ্ধের চেতনার টিভি,
মানিকগঞ্জ প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা
মো:আজহার হোসেন।
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
১৫ মার্চ ২০২৪ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদফতরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম মহোদয়।
অনুষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সঞ্চালনা করেন।
সময় উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাছাড়া সচেতন মহলের অনেকেই উপস্থিত ছিলেন।