চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য মোট ৩০১ প্রার্থীদের
অদ্য ১৬ ই মার্চ ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর ও দেবাশীষ
কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরাসহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, ১ এপিবিএন, ঢাকা; মোঃ মাশকুর রহমান, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
আগামী ২৩ মার্চ ২০২৪ লিখিত পরীক্ষা’র ফলাফল প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।