“মানুষ ভজলে সোনার মানুষ হবি ”
কুমারখালী প্রতিনিধি :
মোঃ রেজাউল ইসলাম
বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর স্মরণোৎসব ২০২৪ অনুষ্ঠিত :লালন একাডেমি ছেউড়িয়া,কুমারখালী, কুষ্টিয়ার আয়োজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসক কুষ্টিয়ার সহযোগিতায় ১ দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
বিকাল সাড়ে তিনটায় লালন অডিটরিয়ামে অনুষ্ঠিত এই দোল পূর্ণিমায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭৮- কুষ্টিয়া ৪ কুমারখালী -খোকসা অঞ্চলের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এ এইচ এম
আবদুর রকিব, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী প্রমুখ।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও গবেষক আ্যডভোকেট লালিম হক।
উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য সেলিম হক,চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।