চাটখিলে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফার সভাপতিত্বে ও মহিলা কলেজের ভাইস
প্রিন্সিপাল ফারুক ছিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কবক্তব্য রাখেন নোয়াখালী -১চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি এইচএম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলাএকটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌরসভা মেয়র নিজাম উদ্দিন,
নাজমুল হুদা শাকিল, এইচএম আলী তাহের ইভু, রোজিনা শাহীন, বীর মুক্তিযোদ্ধা নূর আলম। ইব্রাহিম মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বলেন, পরাধীনতার শিকল ভেঙ্গে বাঙালি জাতির আত্মপরিচয় অর্জনের দিন ২৬ মার্চ। তিনি বলেন আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
যাঁর অবিসংবাদিত নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তিনি বলেন, আমি আরও শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনকে। সম্মান জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাকে।
এইচ এম ইব্রাহিম এমপি বলেন, যারা স্বজন হারিয়েছেন, নির্যাতিত তাঁদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়ে ঘোষণা করেন,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। তিনি বাঙালি জাতিকে শত্রুর মোকাবিলা করার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের নির্দেশে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা