কন্যার জন্মদিনে বাবার আয়োজন এতিমদের মাঝে বিলিয়ে দিলেন উপহার ও ভালোবাসা
কুমারখালী প্রতিনিধিঃ
মোঃ রেজাউল ইসলাম
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত স্যারের একমাত্র মেয়ের শুভ জন্মদিন ছিল ৩
এপ্রিল।এই উপলক্ষে কুমারখালীর হাজী কিয়ামত আলী -গেদির নেছা এতিম শিশু বালিকা পরিবারে সাথে জন্মদিন পালন করেন তিনি।
কেক ও বাচ্চাদের উপহার সামগ্রী দিয়ে বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠান উন্নতি কামনা করে বাচ্চাদের ভবিষ্যতে তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে একটা স্থান দখল করতে
পারে তার একমাত্র মেয়ের শুভ জন্মদিনে এতিমখানার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট উপহার দিয়ে মেয়ের জন্য সবাই
দোয়া ও তার ভবিষ্যৎ আগামী দিনগুলো সুন্দর ও সার্থক হোক এই কামনা করে সবাই বিদায় নেয়।