কুরিয়ারে জাল টাকা এনে ধরা পড়ল যুবক
জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪ ইং
শেয়ার করুন:
কুরিয়ারে জাল টাকা এনে ধরা পড়ল যুবক,
ঢাকা থেকে ভোলায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৮৭ হাজার চারশো জাল টাকা এনে মো. শরিফুল ইসলাম (২৬) নামের এক যুবক র্যাব-৮ এর সদস্যদের হাতে আটক হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) রাতে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজারের এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করা হয়।
ভোলা র্যাব-৮ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত শরিফুল ইসলাম ভোলার লালমোহন উপজেলার কিশোরগঞ্জ গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে জানান, ঢাকা থেকে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৮৭ হাজার চারশো জাল টাকা ভোলায় আনা হয়।
মূলত, এই টাকা ঈদ উপলক্ষে আনা হয়েছে। খবর পেয়ে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে জাল টাকা নিতে আসা যুবক শরিফুল ইসলামকে আটক করে।
সে র্যাবের কাছে স্বীকার করেছে এই জাল টাকার ব্যবসার সঙ্গে সে বহু বছর ধরে জড়িত রয়েছে।
পরে র্যাব বাদী হয়ে এ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।
প্রতিনিধিঃ ভোলা জেলা।