বাঘারপাড়া উপজেলা বাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী।
মোঃ তৌহিদুর রহমান
বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি
পহেলা বৈশাখ ১৪৩১, নববর্ষ উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যশোর জেলা
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গণ মানুষের নন্দিত নেতা ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী ।
পহেলা বৈশাখ ১৪৩১,নিশি যখন ভোর হবে, সুখ তারা নিভে যাবে। আসবে একটি নতুন দিন সব দুঃখ ভুলে শুধু আনন্দে মেতে উঠবো সেই দিনটিতে।
নতুন ভোরের নতুন আলোয় দুঃখ যাবে ভুলে, ঝিলমিলিয়ে হাসবে সবাই আধার আসবে নেমে।
ঝরে গেল আজ বসন্তের পাতা, চলে এলো নতুন বছরের সকাল, লাগুক সবার পানে আনন্দের স্পর্শ এই পহেলা বৈশাখে।
এই পহেলা বৈশাখে মনে সাজুক বসন্তের সুখ, সবার স্বপ্ন হোক রঙিন আর আনন্দে থাকুক সবাই সারাটি বছর।
আবির মেখে চোখে চোখে মনের কথা এসেছে বলতে, নতুন সাজে সবার ঘরে এসেছে বৈশাখ ।
ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী।