যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি ১৪৩০ কে বিদায় জানিয়ে
নববঙ্গাব্দ ১৪৩১ কে বরণ করে নিয়েছেন নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিল্পীরা
——————————————————
স্টাফ রিপোর্টারঃ আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন মুক্তিযুদ্ধের চেতনা টিভি রাজশাহী
—————-🌹🌹🌹🌹——————
নতুন বছরকে নাচের তালে তালে গানের সুরে সুর বরণ করেন নিলেন নিকণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি: জনাব শফিকুর রহমান বাদশা মাননীয় সংসদ সদস্য (রাজশাহী-২)।
বিশেষ অতিথি:জনাব বিজয় বসাক এডিশনাল ডিআইজি (ক্রাইম), বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ।
জনাব লিয়াকত আলী
সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ, রাজশাহী।
জনাব আব্দুল হামিদ সরকার (টেকন)
কাউন্সিলর, ওয়ার্ড নং- ২২, রাজশাহী সিটি কর্পোরেশন।
জনাব সরিফুল ইসলাম (বাবু)
কাউন্সিলর, ওয়ার্ড নং- ১২ রাজশাহী সিটি কর্পোরেশন।
সভাপতিত্ব করবেন: জনাব হাসিব পান্না
প্রতিষ্ঠাতা সভাপতি, নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী, রাজশাহী
উপস্থানা করেন সিরাজীব ফেরদৌস ইমন।
শুদ্ধ স্বদেশীয় সংস্কৃতি অনুরাগী, নববর্ষ বরণ উপলক্ষ্যে ১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ) প্রভাত রবি পূবাকাশে উদিতের মুহুর্তে আমাদের আয়োজনে আপনাদের
সম্পৃক্ততা আরও প্রাঞ্জল হবে, এই প্রত্যাশায়-
নিকুণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিক্ষার্থীবৃন্দ
সহযোগিতায়: রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী।
আয়োজক : নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী, রাজশাহী।
স্থান : রবীন্দ্র-নজরুল উন্মুক্ত মঞ্চ, ফুদকী পাড়া, রাজশাহী। সবাই কে শুভ নববর্ষ শুভেচ্ছা রইল।