চলে গেলেন ৭১ বীর মুক্তিযোদ্ধা মো: সাখাওয়াত হোসেন।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি, মানিকগঞ্জ প্রতিনিধি। বীর মুক্তিযোদ্ধা মো; আজহার হোসেন।
আজ ১৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ৬-৩০মি: সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন (৭০)নিজ বাস ভবন নয়াকান্দিতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের সাবেক সহকারী অর্থ কমান্ডার ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা এবং উপজেলা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পৌরসভার সম্মানিত মেয়র জনাব রমজান আলী।
বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুলতানুল আজম খান আপেল।মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো : মমিন উদ্দিন খান।
সদর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আরশাদ আলী বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের মৃত্যুর খবর শুনে তার সহযোদ্ধারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসে জানাজায় শরিক হন। তাছাড়া তার দীর্ঘ বছর কর্মস্থল সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা জানাজায় অংশগ্রহণ করেন।
পরে সহকারি কমিশনার মহোদয় (ভূমি) জনাব জহিরুল আলম বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষ বিদায় জানান।