সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
**মুক্তিযুদ্ধের চেতনা টিভি**
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর থানার এসআই তপন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মধ্যনগর থানার দুগনই গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ মাজু মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত জুয়াদ চৌধুরীর ছেলে মোঃ রিপন চৌধুরী (৩৬)।
গতকাল রবিবার (২১ এপ্রিল ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুগনই বদলপুর সাকিনস্থ উড়াবিলে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটককৃত মাদক কারবারিদ্বয়ের কাছ থেকে ৫০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।