কটায় নয় কাজে হবে পরিচয়
জনগণ তাকলে পাশে
নিশ্চিত হবে জয়
আসন্ন
নিকলী
উপজেলা পরিষদ
নির্বাচনে
চেয়ারম্যান
পদে
নুরুল ইসলাম মডেল স্কুল এন্ড কলেজ ও সরদার অটো রাইস মিল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক
জনাব মোঃ মোকারম সরদার
সকলের প্রতি দোয়া ও সমর্থন প্রত্যাশী
জনাব মোঃ মোকাররম সরদার প্রত্যেকটি ইউনিয়নে ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি
নিকলী উপজেলাকে উন্নয়নের জন্য কাজ করে যাবেন উনি মুক্তিযুদ্ধের চেতনা টিভির সাংবাদিক ইন্দ্রজিৎ সূত্রধরের সাক্ষাৎকার ে বলেছেন
এবং বলেছেন মেহনতী মানুষের পাশে থেকে কাজ করে যাবেন
উনি আবার বলেছেন যদি নিকলী উপজেলা বাসী তার সঙ্গে তাকে তাহলে উন্নয়নের দ্বারা কাজ করার তার সফলতা হবে তার বক্তব্যে কথাগুলো বলেছেন
মুক্তিযোদ্ধা চেতনা টিভির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই