বীর মুক্তিযোদ্ধার মরহুম কোবাদ হোসেন সুবেদার এর ২১তম মৃত্যু বার্ষিকী
মোঃ গোলজার হোসেন হিরা (বিশেষ প্রতিনিধি)
বীর মুক্তিযোদ্ধা মরহুম কোবাদ হোসেনে সুবেদার বিজিবি মৃত্যুবার্ষিকীতে আত্মীয়-স্বজন বন্ধু, কর্মজীবনের শুভাকাঙ্ক্ষীগণ,
এলাকাবাসীর সকলেই তাহার জন্য দোয়া করবেন,
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজিয়ে রেখে দেশকে নয় মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা বাংলাদেশের একটি মানচিত্র এনে দিয়েছে তাদের বিনিময়ে আজ আমরা
দেশ স্বাধীন পেয়েছি, আমরা তাদের ভুলবো না এবং ভুলতে পারি না তাহার মৃত্যুকালের সময় এক স্ত্রী পাঁচপুত্র সন্তান ও
চারজন কন্যা সন্তান রেখে যান সকলেই তাহার রুহের মারফতের জন্য দোয়া করবেন।