চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় বিগত ৩৭ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ তাপ প্রবাহ বয়ে চলেছে।
এই তীব্র গরমে অতিষ্ট শ্রমজীবি মানুষের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন আর এম ফয়জুর রহমান,
পিপিএম-সেবা, পুলিশ সুপার,চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।
অদ্য ১ লা মে ২০২৪ ইং. মহান মে দিবসের তপ্ত দুপুরে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে পুলিশ সুপার পথচারী, ফেরিওয়ালা, দিনমজুর, কৃষক, রিকশা চালক,
ভ্যানচালকসহ বিভিন্ন পেশার শ্রমজীবি মানুষদের কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, ট্যাং, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করেন।