কুমারখালীতে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এমপি আব্দুর রউফ কে সংবর্ধনা
কুমারখালী প্রতিনিধিঃ
মোঃ রেজাউল ইসলাম
ফুলেল শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন ৭৮ কুষ্টিয়া -৪ কুমারখালী -খোকসা অঞ্চলের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমারখালীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি এমপি আব্দুর রউফ বলেন মুক্তিযোদ্ধোদের
কল্যানে কাজ ও তাদের ডাকে আমি সব সময় সাড়া দিয়ে থাকি । কুমারখালীর সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করে চলেছেন।
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চলার পরামর্শ ও দেন।
বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দারের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মৃধা।
এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু,
বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন,কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুর রফিক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নিলু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাকের,
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দুলাল প্রমুখ।
মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য দেন ফারুক আহমেদ খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মুক্তার হোসেন ।
অনুষ্ঠানের প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহযোগিতায় শেষ হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।