চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে দুইজন বিজয়ী হয়েছেন।
মোঃ জাহিদ
হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট হুমায়ুন কবির সুমন ঘোড়া মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ২১শে মে রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায় যে, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান হয়েছেন ঘোড়া প্রতীকের সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট হুমায়ুন কবির সুমন তিনি ৫০ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৭ হাজার ৬৬৯।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে এবার ৩ উপজেলার ভোটের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ভোট পেয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কন্যা রেবেকা সুলতানা মুন্না।
মঙ্গলবার (২১মে) ইভিএম মেশিনে সম্পূর্ণ হওয়া চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল প্রতীকের রেবেকা সুলতানা মুন্না ভোট পেয়েছেন ৭৩ হাজার ৪৩৮. তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকের প্রার্থী শিপ্রা দাস পেয়েছেন ৩৩ হাজার ৭২২ ভোট।
নির্বাচনের সংশ্লিষ্ট রিটারিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ জানান যে, এ নিয়ে দুই দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের নারী ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না-ই হচ্ছেন সর্বোচ্চ ভোট পাওয়া জনপ্রতিনিধি।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি খবর নিয়ে দেখেন যে, রেবেকা সুলতানা মুন্নার পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার শিমু তিনি চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
রেবেকা সুলতানা মুন্না একদিকে নির্বাচিত হওয়ার পর বলেন এবার আপনাদের দেওয়া ভোটের আমানত রক্ষা করা আমার মূল কাজ এমন দায়িত্ব তাই চাঁদপুর সদর উপজেলার সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান। চাঁদপুর সদর পৌরসভার ওয়ার্ড ১৫টা এবং ইউনিয়ন পরিষদ ১৪টি সবমিলিয়ে বডার আছেন ৪ লাখ ১৭১১ জন।