ফুলবাড়ীতে সকল সাংবাদিকদের মতবিনিময়
মোঃ শফিয়ার রব্বানী,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফুলবাড়ী প্রেসক্লাব সহ উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, অলিউর রহমান নয়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনূস আলী সহ অন্যান্য সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
মতবিনিময়ের সময় বক্তারা বলেন- দেশ ও জাতির কল্যাণে বিগত দিনে সাংবাদিকরা শত প্রতিকূলতাকে উপেক্ষা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব এখন আমাদের কাঁধে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা।
যতই প্রতিকূলতা আসুক আমাদের সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বক্তাগণ অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় উপজেলার চারটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ফোরাম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।