মোঃ গোলজার হোসেন হীরা
বিশেষ প্রতিনিধি ঃ “স্বাধীনতা আমরা এনেছি, সংস্কারও আমরাই আনবো”
এই স্লোগানকে সামনে রেখে আজ ১৯/০৮/২০২৪ ইং তারিখে শাহজাদপুর উপজেলার অন্তর্গত নরিনা ইউনিয়নে ভূমি অফিসে দুর্নীতি দমন করতে এবং ঘুষমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমরা ছাত্র সমাজ অভিযান শুরু করেন।
দীর্ঘদিন যাবত নরিনা ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের নায়েব মির্জা মো: ওয়াহিদ সাদেক বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ রয়েছে, তিনি অধিক টাকার বিনিময়ে নানান ধরনের ভূমি সংক্রান্ত কাজ সম্পূর্ণ করে থাকেন।
দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে আজ তাকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে অস্বীকার করে এবং নিজেকে নির্দোষী দাবী করেন, এক পর্যায়ে ছাত্র/ছাত্রীরা যখন বলেন যে, অনেক গুলো প্রমান রয়েছে – আপনি চাইলে প্রমাণ দেখাবো কিন্তু প্রমাণ দেখালে এই মুহুর্তে আপনাকে পদত্যাগ করতে হবে।
তখন এই মির্জা মো: ওয়াহিদ সাদেক বলেন যে হ্যাঁ আমি অপরাধী এবং ভুল করেছি। আজ থেকে ইউনিয়ন পরিষদের সকল কাজ হবে চার্ট অনুযায়ী আমরা ১০ মিনিটের মধ্যে নতুন চার্ট ঝুলিয়ে দিয়েছি। আগে কোন চার্ট ছিলনা যার কাছে যেভাবে পেরেছে চুষে চুষে খেয়েছে।
আমাদের এই অভিযান কে স্বাগত জানিয়েছেন উক্ত পরিষদের নতুন ২/৩ দিন আগে নিয়োগ প্রাপ্ত সচিব মহোদয়। সচিব মহোদয় আরও বলেন যে,
এই পরিষদের ভূমি অফিসের রুম নাকি রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হয়। সচিব আমাদের আশ্বস্ত করে বলেন যে, এখন থেকে নরিনা ইউনিয়ন পরিষদ হবে একটি ঘুষ মুক্ত পরিষদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহজাদপুর।