বাউফলে খালেদা জিয়ার ফাঁসি দাবী করে বিএনপি নেতা ভাইরাল।
স্টাফ রিপোর্টার পটুয়াখালী।
প্রকাশ্যে সভায় খালেদা জিয়ার ফাঁসির দাবি করলেন সদ্য দল থেকে অব্যাহতি পাওয়া পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির। তার ওই বক্তব্যের ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়েছে। হুমায়ন কবিরের বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
বিষয়টি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আজীবনের জন্য দল থেকে বহিস্কারসহ বিচার দাবি করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল পৌরসভা বিএনপির সহসভাপতি নিতাই চন্দ্র দেবনাথ। যদিও ওই সভায় ফারুক তালুকদার এবং উপজেলা বিএনপির ও বাউফল পৌর বিএনপির নেতাদের উপস্থিতি ছিল না। ওই সভায় হুমায়ুন কবির বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ফারুক আহম্মেদের পক্ষে কাজ করার আহবান জানান। বক্তব্যের শেষ অংশে হুমায়ুন কবির বলেন, সবাইকে বলে যাই আজকের এ বিক্ষোভ, খালেদা জিয়ার ফাঁসি অনিবার্য। এরপর পাশ থেকে একজন ভুল ধরিয়ে দিলে হুমায়ুন কবির বলেন,শেখ হাসিনার ফাসি অনিবার্য।’মুহুর্তেই তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিএনপি নেতা আপেল মাহমুদ ফিরোজ বলেন, ওয়ান ইলেভেনের ঝড়ে বাউফল বিএনপি অগোছালো হয়ে পড়ে। তখন এ ধরণের কিছু লোক বিএনপিতে চলে আসে। হুমায়ন কবির বিএনপি করলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্বাচনে অংশ গ্রহন করতেন না। হুমায়ন কবির স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পাতানো সব নির্বাচনে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে হুমায়ন কবির জাতীয় পার্টির প্রার্থী ফারুক আহম্মেদের লাঙ্গলের পক্ষে কাজ করেন। এ কারণেই তিনি খালেদা জিয়ার ফাঁসি চেয়ে বক্তব্য দিয়েছেন। তার এমন ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি।
উপজেলা বিএনপির একটি সূত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাউফল উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক তান্ডবলীলা চালানো হয়েছে। নির্দয়ভাবে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন বাসা ও সরকারি প্রতিষ্ঠানে। পেটের বাচ্চাসহ মহিষ জবাই করা হয়েছে। হামলা ও হুমকি থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাঙচুর, লুটপাট ও হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ১০ আগস্ট দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। এরপর থেকে হুমায়ুন কবির এলাকায় ছিলেন না। শুক্রবার তিনি মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় আসেন এবং নিজেকে জাহির করার জন্য তার সমর্থিত পৌর বিএনপির সহসভাপতি নিতাই চন্দ্র দেবনাথকে ব্যবহার করে প্রতিবাদ সভার আয়োজন করেন।
বিষয়টি নিয়ে হুমায়ন কবির সাংবাদিকদের বলেন,‘ তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। খালেদা জিয়ার ফাঁসি চাওয়ার প্রশ্নই আসে না। এটা তাঁর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র । প্রকাশ্যে সভায় খালেদা জিয়ার ফাঁসির দাবি করলেন সদ্য দল থেকে অব্যাহতি দেওয়া পটুয়াখালীর বাউফল পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির। তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়েছে। তার ওই বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।