বাউফলে পৃথক ৩ মামলায়
আসামী ৮২ জন।
স্টাফ রিপোর্টার।
পটুয়াখালীর বাউফলে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। ৩টি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,
প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ তার বাসভবনে হামলা, ভাংচুর , অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ এনে রোববার ২৫ আগস্ট পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামী হিসেবে বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবিরসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়।
একই দিন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের বোন রিতা শবনম একই আদালতে কাউন্সিলর হুমায়ন কবিরসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এদিকে সোমবার বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক এবং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীনসহ ৪৫ আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে বাউফল থানায় অপর একটি মামলা করেন হাসান মল্লিক নামের এক ব্যক্তি।