চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন আধুনগর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত একজন ভিকটিম র্যাব-১৫ কর্তৃক উদ্ধার।
চট্টগ্রাম প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিলগ্ন থেকে দেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। র্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি-ছিনতাই এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কক্সবাজারের রামু থানাধীন চাইন্দার খোন্দকারপাড়া এলাকার দেলোয়ার হোসেন র্যাব-১৫, কক্সবাজার এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার ভাই নুরুল আজিম (২৯) পিতা-মাহবুব আলম, সাং-চাইন্দা, খোন্দকার পাড়া, ০৮নং ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার গত ১৭/১০/২০২৩ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় এবং অপরহণের শিকার হয়। অভিযোগে বর্ণিত ঘটনার আলোকে আরও জানা যায়, অপহৃত ভিকটিম বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান মেলেনি। একপর্যায়ে ঘটনার দিন অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ভিকটিমের মোবাইল নম্বর হতে অভিযোগকারীর বোনের নম্বরে কল দিয়ে অজ্ঞাত ব্যক্তি কর্তৃক পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবী এবং অন্যথায় তার ভাইকে হত্যা করার হুমকি ও ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে র্যাব-১৫, কক্সবাজার লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ০১.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন আধুনগর এলাকায় অভিযান পরিচালনা করে এবং বর্ণিত এলাকা হতে অপহৃত ভিকটিম নুরুল আজিম (২৯) কে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।