ভৈরবে সিগন্যাল ভূলে একই পরিবারের প্রানগেল চার জনের
মোঃ ফোরকান মিয়া,
বিশেষপ্রতিনিধি,
ভৈরব-কুলিয়ারচর
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
গতকাল কিশোরগন্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী এগারো সিন্ধুর গুদুলী ট্রেন ভৈরবে মালবাহী ট্রেনের সাথে মুখামুখী সংঘর্ষে নান্দাইল উপজেলার বাদহাটি গ্রামের একই পরিবারের মারা গিয়াছে ৪ জন, ঘঠনাটি ঘঠেছে গতকাল বিকাল ৩:৩০ মিনিটে, এই পর্যন্ত নিহতের সংখ্যা ১০০+ আহত কয়েক শতাধিক।
ঘঠনার খবর পেয়ে স্থানীয় সাংসদ আলহ্বাজ নাজমূল হাসান পাপন তাৎক্ষনিক ঘঠনা স্থলে আসেন ও উদ্ধার কাজ দ্রুত করানো ও আহতদের দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করার তাগিদ দেন, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ পুলিশ,রেলওয়ে পুলিশ, আনসার, সেনাবাহিনী, ও স্থানীয় সেচ্চাসেবক, ভৈরব কুলিয়ারচরের ছাএলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও সেচ্চা সেবকলীগ,শ্রমিকলীগ সহ অন্যান্য সংঘঠন ও কাজ করেছে, সেচ্চায় রক্তদান সংঘঠন রা ও মানবতার টানে এগিয়ে এসে শতশত ব্যাগ রক্ত দান করেছেন, চিকিৎসা সেবা দানে ভৈরব,কুলিয়ারচর, বাজিতপুর,কটিয়াদী, কিশোরগন্জ,রায়পুরা, বেলাব, নরসিংদী,বি বারিয়া সকল উপজেলা সাস্থকমপ্লেক্স এর সকল চিকিৎসক ও নার্স সেবিরা,, পাশাপাসি বে সরকারি হাসপাতাল ও চিকিৎসক রা ও যতেষ্ট আন্তরিকতার সহিত এগিয়ে এসেছে।