অদ্য ২৪/১০/২০২৩ইং, তারিখ ৮,১০০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ০২ জন, মামলা দায়েরঃ
কক্সবাজার প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম সকাল প্রায় ০৯ঃ৩০ ঘটিকায় চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহনে কক্সবাজার থেকে চাঁদপুরের হাজীগঞ্জ ও নারায়নগঞ্জের রূপগঞ্জ পাচারকালে আসামী মোঃ আরিফ উল্ল্যাহ (৩৩) ও মোঃ আলী (৩৭) কে ৮,১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মোঃ আরিফ উল্ল্যাহ (৩৩)(গ্রেফতার), পিতাঃ শফি উল্লাহ, মাতাঃ সুফিয়া বেগম, সাংঃ কাইজাঙ্গা (তাহের আহম্মদ হাজী বাড়ী),ওয়ার্ড নং-০৭, ০৬ নং পূর্ব বড়কুল ইউনিয়ন পরিষদ, পোঃ সেন্দ্রাবাজার, থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর।
আসামী- (০২) মোঃ আলী (৩৭)(গ্রেফতার), পিতাঃ মৃত আজিজুর রহমান, মাতাঃ মৃত সাজেদা বেগম, স্ত্রীঃ সাহার বানু, সাংঃ মঙ্গলখালী, নিমন মুন্সীর টেক (মোল্লা বাড়ী), ওয়ার্ড নং-০২, পোঃ মাসুমাবাদ, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়নগঞ্জ।
জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে ৫০/- দিয়ে প্রতিটি ইয়াবা কিনে চাঁদপুরের হাজীগঞ্জ ও নারায়নগঞ্জের রূপগঞ্জে প্রায় ১৫০/- টাকা করে প্রতিটি ইয়াবা বিক্রি করে বলে জানায়।