রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ০৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজু’কে গ্রেফতার করেছে র্যাব-১০
ঢাকা প্রতিনিধি:
গতকাল ২৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মোহাম্মদপ্রু থানাধীন বসিলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রংপুরের গংগাচড়া থানার মামলা নং-১৯ তারিখ-২৮/০৩/২০১০ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি)(২); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৫ বছরের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সাজু মিয়া (৩৬), পিতা-মোঃ মনির উদ্দিন, সাং-মুন্সিপাড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।
(RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ুন।)