ঘাটাইলে সহকারী শিক্ষক সুনির্মল স্যারের বিদায় অনুষ্ঠান
খায়রুল খন্দকার :টাঙ্গাইল প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি
টাঙ্গাইলের ঘাটাইলে প্রত্যন্ত গ্রামে অবস্থিত খায়েরপাড়া শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনির্মল বাবুর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নাজিম উদ্দীন, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, রতন চন্দ্র, ও হামিদুল হাসান হিরো, দাতা সদস্য হারুন অর রশিদসহ, শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে সুনির্মল বাবু তার বিদায়ী বক্তৃতার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি জানান, আমার শিক্ষকতা জীবনে কতটুকু দিতে পেরেছি জানিনা তাই সফলতাটুকু দিয়ে আমার ব্যর্থতাটুকু নিয়ে আজ বিদায় নিচ্ছি।
বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। তার কর্ম ও শিক্ষাদানের উপর সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। শেষে নানা ধরণের বিদায়ী উপহারে ভরিয়ে দেয় শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, ছাত্র ছাত্রী ও পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত পৌছে দেয় গুনি এই শিক্ষককে।
এই সময় গভর্নিং সদস্য নাজিম উদ্দীন বলেন, শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মত মহান কর্মীকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত।