৩১ অক্টোবর ২০২৩ ইং রোজ মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার/দাবি রেশন এর বিষয় নিয়ে সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সকল সংগঠনের সন্মানিত সভাপতিগনের সমন্বয় গঠিত সন্মানিত নেতৃবৃন্দের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ শাহজালাল:ভোলা জেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেনঃ
১। সম্মানিত সভাপতি ডেসওয়া,
বীর মুক্তিযোদ্ধা A Capt মোঃ আফাজুল হক (অব.) ।
২। সম্মানিত সভাপতি বেসওয়া,
বীর মুক্তিযোদ্ধা Swo মতিউর রহমান (অব.)
৩। সন্মানিত সভাপতি
রাওস ফাউন্ডেশন বাংলাদেশ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাশার (অবঃ)
৪। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ,ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব সায়েদুজ্জামান (অব.)
৫। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, সার্জেন্ট মোঃ হুমায়ুন কবীর (অব.)
৬। সন্মানিত সভাপতি অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি), সার্জেন্ট মুহাম্মদ আহসান হাকিম (অব.)
৭। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ , সার্জেন্ট মোঃ আবুল মনসুর (অব.)
৮। সন্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোট, সার্জেন্ট মোহাম্মদ কবির হোসেন (অব.)
উক্ত সভায় সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষ সবাইকে তাদের নেয়া পদক্ষেপ/কার্যক্রম সমূহ সবাইকে অবগত করেন এবং আশ্বাস প্রদান করেন যে, রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ পর্যায় রয়েছে। আমরা খুব দ্রুত সময় এব্যাপারে সু-সংবাদ পাব ইনশা-আল্লাহ। এব্যাপারে সবাইকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো।