দীর্ঘ দিন যাবৎ বিপদজনক ভাবে ঝুলে আছে বিদ্যুৎ লাইন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর ও রাজনগরে
আকরাম হোসেন: সুনামগঞ্জ প্রতিনিধি
গ্রামের প্রায় ১কিলোমিটার এসটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে অনিয়মে কাজ করার কারনে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিদ্যুৎ লাইন গুলো এতটাই লোজ করে টানানো হয়েছে একটু জোরে বাতাস হলে একটির সাথে অন্যটির স্পর্শ লেগে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়, পিলারের মাথায় সঠিক ভাবে ক্লাম বসানো হয়নি আকা বাঁকা হয়ে পড়ে আছে ক্লাম গুলো
কিছু দিন পর পর সেগুল বাঁকা হয়ে ক্লামের সাথে সংযোগ হয়ে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যাচ্ছে, কয়েকটি পিলারে ক্লামে সেগুল না বসিয়ে পিলারের মাথায় সেগুল বসিয়ে লাইন টানানো হয়েছে যেকোনো সময় বিদ্যুৎ লাইন মাটিতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে
ঝড়তুফানের সময় বিদ্যুৎ লাইন ছিরে মাটিতে পড়ে যায় সরকারি ভাবে এই লাইনের দেখা সোনা কেউ করে না
এলটি ফোরফোট্রি ২২০ ভোল্টের লাইনের ও একই ধরনের সমস্যা
গ্রামের ২কিলোমিটার বিদ্যুৎ লাইনে বিপদ জনক অবস্থা, অনেক পিলার বাঁকা হয়ে পড়ে যাচ্ছে
ছোট ছোট পিলারে ফোরফোট্রি এলটি লাইন টানার কারণে বিদ্যুৎ লাইন জুলে নিচু হয়ে মাটিতে লেগে যাচ্ছে
চলাফেরার সময় যে কেউ লাইনের সাথে লেগে যেতে পারে এমনকি ছোট বাচ্চারা হাত দিয়ে ধরে ফেলতে পারে
বর্ষাকালে অনেক অংশে বিদ্যুৎ লাইন পানিতে তলিয়ে যায় ছোট নদীর উপর দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়া হয়েছে বর্ষাকালে নদীর পানিতে বিদ্যুৎ লাইন তলিয়ে গেলে নদীতে নৌকা চলাচল করতে পারে না
গ্রামের রাস্তায় বড় কোনো গাড়ি চলতে পারে না বিদ্যুৎ লাইনে আটকে যায়
বিদ্যুৎ লাইনের পিলার গুলো অনেক আগের থাকার কারণে পিলারের টিকসই একদম কমে গেছে
নতুন পিলার স্থাপন করা না হলে যেকোনো সময় পিলার বেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে গ্রামের সাধারণ মানুষ,
দ্রুত এই বিদ্যুৎ লাইন মেরামত না করা হলে দুই গ্রামের বিদ্যুৎ সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পরবে
ছাতক বিদ্যুৎ অফিসে জানালে তাদের কোনো গুরুত্ব পাওয়া জায় না
এমতাবস্থায় বিপদজনক বিদ্যুৎ লাইন দ্রুত মেরামতের জন্য গ্রামবাসীর অনুরোধ।