টাঙ্গাইল-২ আসনে এমপি প্রার্থী রোমেল এর শান্তি সমাবেশ
খায়রুল খন্দকার :টাঙ্গাইল, টাঙ্গাইল প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য টাঙ্গাইল -২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল সিআইপি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর উপজেলার সরকারি পাইলট মাঠ থেকে শুরু হয়ে তারাকান্দি-ভূঞাপুর-টাঙ্গাইল সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া, গোপালপুরের হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার হিরা, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুন্নবী (রঞ্জু), অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি, ইবরাহীম খাঁ সরকারী কলেজের সাবেক জিএস মোঃ সুরুজ্জামান সুরুজ, খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান পলাশ, নিকরাইল ইউনিয়ন আওয়ামী সিনিয়র সহ-সভাপতি মনজুর ইসলাম ঠান্ডু, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
বক্তারা সমাবেশে সরকারের নানা উন্নয়ন তুলে ধরেন। সেই সাথে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী চক্র আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে তারা শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। এখন বিদেশে বসে তাদের এজেন্টরা একের পর এক ষড়যন্ত্র করে, গুজব ছড়িয়ে দেশের অর্থনীতি বিপর্যস্ত করার চেষ্টা করছেন। তাদের এই অপচেষ্টা কোনোদিনও সফল হবে না। মুজিব সৈনিকেরা যতোদিন রাজপথে আছে, তারেক-খালেদা গংদের রাজপথে নামতে দেওয়া হবে না।