কলারোয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে এক জনের মৃত্যু।
সেলিম খান কলারোয়া উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া অজ্ঞান পাটি হাতে বিষু মন্ডল বিশ্বাস (৫০) নামে এক জনের মৃত্যুর হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সারে ৩ টায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসা। মৃত বিশুমন্ডল বিশ্বাস উপজেলায় ১২ নাং যোগীখালি ইউনিয়নের জুঁইখালী গ্রামের খ্রিস্টান পড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তার পরিবারের কাছ থেকে জানাযায় বিষু মন্ডল বিশ্বাস খুলনা একটি বেডিং হোটেল চালেতেন। সেখান থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে কলারোয়া তার নিজ পরিবারের কাছে আসছিলেন পথে মধ্যে কে বা কারা তাকে কিছু খাওয়ায় যার জন্য তিনি প্রায় অচেতন হয়ে দেয়াড়া ইউনিয়নের খদ্দো বাজারে অচেতন অবস্থায় পরে ছিলো বলে জানান। পরে তাকে পরিচিত এক ইজিবাইক চালক তাকে চিনতে পেরে বিষু মন্ডল বিশ্বাসকে তার বাড়িতে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইজিবাই চালকের কাছে জানতে চাইলে সাংবাদিকদের কে জানান বিষু মন্ডলের বাড়ি এবং আমার বাড়ি একই এলাকায় আমি তাকে খদ্দো বাজারের একটি বেঞ্চে প্রায় অচেতন অবস্থায় শুয়ে ছিল।আমি তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যায়।
পরে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা গিয়েছে বলে জানতে পারি।
হাসপাতালে উপস্থিত এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বিষু মন্ডল বিশ্বাস নামে এক ব্যক্তিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।পারে তার পরিবারের দাবিতে ইসিজি মেশিনে মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তাবে এই বিশেষ পুলিশ কেস ফাইল হয়েছে। পুলিশের তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।