ঝিনাইদহে ইলেকট্রিক শকে এক কিশোর এর মৃত্য।
মোঃ জাহিদ হাসান রিন্টু:মুক্তিযুদ্ধের চেতনা টিভি, ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি।
আজ সকাল ১১টার সময়, ঝিনাইদহ থানাধীন ৩নং সাগান্না ইউনিয়নের, সাগান্না মাদ্রাসা পাড়ার রিয়াদ নামের ফুটফুটে একটি ১৪বছরের কিশোর অটোভ্যানগাড়ি চার্জে দিতে গিয়ে ইলেকট্রিক শকে ইন্তেকাল করেছে, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
যে বয়সে এই ফুটফুটে কিশোর স্কুল ও খেলাধুলা নিয়ে ব্যাস্ত থাকবে, কিন্তু সাংসারিক অভাবের কারণে,আজ এই বয়সেও সে জীবিকার তাগিদে অটো ভ্যান গাড়ির চালক।