২৭ টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি: মোঃ গোলাম মোস্তফা, ঢাকা , মুক্তিযুদ্ধের চেতনা টিভি
চলচ্চিত্র মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। মানুষের মন খারাপ হলে, মানুষ যখন তার ব্যস্ততম কাজে হাফিয়ে পড়ে ঠিক তখনি নিজেকে চলচ্চিত্রের মাঝে ডুবিয়ে একটু আনন্দ পাওয়ার আশা করে। মানুষ চলচ্চিত্রকে ভালোবাসে। মূলত বাস্তবিক জীবন নিয়েই নির্মিত হয় চলচ্চিত্রের দৃশ্য। চলচ্চিত্র একটা দেশ বা জাতির শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য।একটি দেশের ঐতিহ্যকে,একটি দেশের বর্তমান চিত্রকে ফুটিয়ে তোলা হয় চলচ্চিত্রের মাধ্যমে। তাঁরই পথ ধরে চলচ্চিত্রে শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা ও অভিনয়শৈলীর স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছরই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।
দেশীয় চলচ্চিত্রে অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গতকাল ১৪ ই নভেম্বর(মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৭ টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ সংবাদ সংস্থা( বা স স)এক প্রতিবেদনে জানায়,’হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। আর যৌথভাবে জয়া আহসান ‘ দ্য বিউটি সার্কাস ‘ এবং রিকিতা নন্দিনী শিমু ‘ শিমু ‘ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ২০২২ পেয়েছেন। অনুষ্ঠানে পাশ্ব চরিত্রে ‘পরাণ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোঃ নাসির উদ্দিন খান এবং আফসানা করিম মিমি ওরফে আফসানা মিমি,’পাপপূন্য’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। শুভাশীষ ভৌমিক ‘দেশান্তর’ ছবির জন্য নেতিবাচক চরিত্রে ( খল চরিত্র) সেরা অভিনেতার পুরস্কার পান।’ রোহিঙ্গা ও বীরত্ব’ চলচ্চিত্রের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরুষ্কার পেয়েছেন বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নির্বাচিত হয়েছেন জয়া আহসান।