……অমর একুশে
……আঞ্জুমান আরা
ফেব্রুয়ারির ২১ তারিখ রক্ত ঝরা দিন
কতশত মা-বোনের মনে আজও তা অমলিন।
ফেব্রুয়ারির ২১ বলে তাদের ত্যাগের কথায়
স্বর্ণাক্ষরে নামটি যাদের ইতিহাসের পাতায়।
উর্দুকে নয় বাংলায় হবে, রাখতে ভাষার মান
সালাম,বরকত,রফিকসহ অনেকেই দিল প্রাণ।
মায়ের ভাষা রক্ষা হবে এইতো ছিল পণ
ভাবলো না তাই বাঁচবে কি না আসবে কি মরণ।
বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করে গেলো
জীবনটা নয় তাদের কাছে দেশটাই বড় ছিলো।
দেশের জন্য ভাষার জন্য জীবন দিলেন যারা
সাধারণ নয় অসাধারণ সোনার ছেলে তারা।
তাদের ত্যাগের মহিমাতেই ভাষা পেয়েছি ফিরে
ভাষা শহিদ তাইতো মোরা বলি গর্ব করে।
এমন দিনের কথা কেউতো পারবোনা যেতে ভূলে
শহিদ মিনারে শ্রদ্ধা জানাই তাইতো ফুলে ফুলে।
২১ ছিলো বলেই মোরা পেলাম বাংলা ভাষা
২১ আমার অহংকার ২১ ভালোবাসা।