চাটখিলে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি :
চাটখিলে ২৩ লিটার চোলাই মদ ও ৫০টি ছিপিযুক্ত প্লাস্টিকের খালি বোতল সহ এক মাদক কারবারি কে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি ফারুক হোসেন প্রকাশ বোতল ফারুক উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া মজুমদার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
সোমবার (০১ এপ্রিল) দুপুরে চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফারুক কে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ফারুক এলাকায় দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। সে মদ বোতলজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
পরবর্তীতে পুলিশের বিশেষ অভিযানে গতকাল রবিবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।